আগের দিন থেকে শুরু হওয়া বৃষ্টি যে শঙ্কা জাগিয়েছিল, সত্যি হলো সেটিই। টানা বৃষ্টিতে ভেস্তে গেল ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের লড়াই। ডাবলিনের মালাহাইডে বৃহস্পতিবার ম্যাচের টসই হতে পারেনি।
বাংলাদেশ ও আয়ারল্যান্ড একদিনের ম্যাচে মোট ৯ বার পরস্পরের মুখোমুখি হয়েছে। যেখানে সাফল্যের পাল্লাটা টাইগারদের পক্ষেই। ৬টি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। ২টিতে জিতেছে আয়ারল্যান্ড ও বাকি ১টি ম্যাচে ফলাফল আসেনি।
বৃহস্পতিবার দুই দলের ম্যাচটি অনুষ্ঠিত হবার কথা ছিল ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠে। ম্যাচটি বাংলাদেশ সময় বিকাল পৌনে চারটায় শুরু হবার কথা থাকলেও সেট বৃষ্টির কারণে পরিত্যাক্ত ঘোষণা হয়। এই মাঠে আগে ২ বার মুখোমুখি হয়েছে দুই দল। একটিতে বাংলাদেশ জিতেছে ৮ উইকেটের বড় ব্যবধানে। অন্য ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল।
খুব ভারী বৃষ্টি কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দুই দলই পায় দুটি করে পয়েন্ট। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারানো বাংলাদেশ তাতে ৬ পয়েন্ট নিয়ে উঠে গেছে পয়েন্ট তালিকার শীর্ষে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে বোনাস পয়েন্টসহ হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৫।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই মাঠে কিছুক্ষণ ফুটবল খেলে গা গরম করেছেন আইরিশ ক্রিকেটাররা। রানিংও করেছেন তারা কিছুক্ষণ। বাংলাদেশের মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, সাইফ উদ্দিন, নাঈম হাসান নেটে নক করেছেন কোচ স্টিভ রোডস, ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি ও ফিল্ডিং কোচ রায়ান কুকের সঙ্গে। পরে বৃষ্টির তীব্রতা বাড়লে ড্রেসিং রুমে ছুটতে হয়েছে সবাইকে।
এদিকে বাংলাদেশের সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রয়েছেন কাধের ইনজুরিতে, এছাড়াও মুস্তাফিজকেও বিশ্রাম দিতে চান বিসিবি কিছু ম্যাচের জন্য। সেদিক থেকে চিন্তা করলে আয়ারল্যান্ডের সাথে ম্যাচটি পরিত্যক্ত হওয়াতে বাংলাদেশ দলের জন্য মঙ্গল জনকই হয়েছে বটে।
টুর্নামেন্টে বাংলাদেশের পরের ম্যাচ আগামী সোমবার এই মাঠেই। বাংলাদেশ সময় দুপুর ৩টা ৪৫ মিনিটে ম্যাচটি শুরু হওয়ার কথা হয়েছে । তার আগে শনিবার ক্যারিবিয়ানদের মুখোমুখি হবে আইরিশরা।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান/ মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ/রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান।
