মুফিজুর রহমান নাহিদ ,সিলেট প্রতিনিধি : কানাইঘাট উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরীর সভাপতিত্বে উপজেলা পরিষদের ১ম মাসিক সভা রোববার সকাল ১১টায় কানাইঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত। উক্ত মাসিক সভা পরিচালনা করেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা।
এ সময় বক্তব্য রাখেন কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান মামুন রশিদ, বড়চতুল ইউপি চেয়ারম্যান মাও. আবুল হোসেন চতুলী, দিঘীরপার পূর্ব ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেম্স লিউ ফারগুশন নানকা, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান ডাঃ ফয়েজ আহমদ, সাতবাঁক ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুন নুর, ঝিংগাবাড়ী ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় আব্দুল মুমিন চৌধুরী তার বক্তব্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সকলের আন্তরিক সহযোগীতায় দূর্নীতি মুক্ত উপজেলা পরিষদ গঠনে তিনি অঙ্গিকারাবদ্ধ। উক্ত মাসিক সভায় ফুলের তুড়া দিয়ে তাকে বরন করে নেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা সহ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ
