ব্রেকিং নিউজ

অবাক টি২০ ক্রিকেট:-একদিনেই একই দল দু’বার মুখোমুখি

কিছুদিন আগেই আইসিসি ৮০দলের র‍্যাংকিং প্রকাশ করেছিল। আক্ষরিক অর্থে ক্রিকেট ধীরে ধীরে পৃথিবীর সর্বত্রই ছড়িয়ে যাচ্ছে। তাই ফুটবলে যেসব দেশের নাম সমীহ হিসেবে নেয়া লাগে সেসব দেশ এখন ক্রিকেটকেও পেশা হিসেবে নিতে শুরু করেছে।

এই যেমন জার্মানি এখন বেলজিয়াম সফর করছে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলার জন্য। একদিনেই দু’বার মুখোমুখি হয়েছে প্রথম ম্যাচে জার্মানি ১২৮রানের লক্ষ্য দিলে ৯রানে হেরে যায় বেলজিয়াম। দ্বিতীয় ম্যাচেও ১৫০রানের টার্গেট দিলে ৮৭রানে অল আউট হয়ে যায় বেলজিয়াম। ফলে একম্যাচ হাতে রেখেই সিরিজ জয় জার্মানির। টি২০ ক্রিকেট ইতিহাসের ৭৭৩ ও ৭৭৪তম ম্যাচ দুটি জয় করা দলের নাম জার্মানি থাকবে।

আইসিসির টি২০ র‍্যাংকিংয়ে বর্তমান জার্মানি ৩৫ ও ৪৫নাম্বার দল বেলজিয়াম। ধীরে ধীরে উন্নতি করছে সহযোগী দলগুলো এটাই সামনে বিশ্বকাপের দল বাড়ানোর জোর দাবী বহন করবে।

Leave a Reply