গতকালই বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন বাংলাদেশ দল যাচ্ছে শ্রীলঙ্কা সফরে। বছরের শেষের দিকে এই সিরিজ আয়োজনের কথা থাকলেও লঙ্কান বোর্ডের আবেদনে সে সফর আগেভাগে করার ইঙ্গিত দিয়েছিলেন এই বোর্ড কর্তা।
তবে এক প্রহর পেরুতেই পাশার চাল উলটে দিয়ে বিসিবি প্রেসিডেন্ট জানালেন বাংলাদেশ দল কোনোভাবেই এই পরিস্থিতিতে যাচ্ছে না রাবণের লঙ্কা পুরীতে।
গত নিউজিল্যান্ড সফরে টাইগারদের উপর সন্ত্রাসী হামলার ঘটনার পর বিশ্বকাপে বাড়তি নিরাপত্তা চাওয়া হয়েছে আইসিসির কাছে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাও রয়েছে ইতিবাচক পর্যায়। তবে এরই মধ্যে শ্রীলঙ্কায় বর্বরোচিত হামলার ঘটনা ঘটাতেই মূলত বিসিবির অনাস্থা দেখা দিয়েছে শ্রীলঙ্কা সফরে।
বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানান, ‘আমাদের শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল। তবে বর্তমানে সেখানে যে পরিস্থিতি তাতে সফরে যাওয়া হচ্ছে না। প্রশ্নই ওঠে না সেখানে যাওয়ার। এখনও বিষয়টি পর্যবেক্ষণে রয়েছে। আমরা পুরোপুরি নিরাপদ ,আমাদের দল যাবার পর নিরাপদ হয়েছে শ্রীলঙ্কা এটা নিশ্চিত না হবার আগে পর্যন্ত প্রশ্নই আসে শ্রীলঙ্কা সফরের। এখনও আলোচনায় আছি। এখন পর্যন্ত যাবার কোনো সম্ভাবনা নেই।’
