০১৯-২০ মৌসুমের জন্য ঘরের মাঠের সিরিজের সূচি চূড়ান্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বাইরের দেশে অজিদের সফরের সূচি চূড়ান্ত না হলেও সময় ঠিক করা হয়েছে। আগামী বছর (২০২০ সাল) বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া।
মূলত দুই বোর্ডের চুক্তিতেও এক দেশ আরেক দেশও সফর করতে পারে সেক্ষেত্রে আইসিসি কোন আপত্তি করে না।
আগামী ৩০ মে থেকে শুরু হবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। অংশগ্রহণকারী দলগুলো আগামী জুলাই মাস পর্যন্ত ব্যস্ত থাকবে বিশ্বকাপ নিয়ে। দ্বাদশ আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ জুলাই।
১ আগস্ট থেকে শুরু হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার মর্যাদার লড়াই, অ্যাশেজ সিরিজ। এবারের অ্যাশেজ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের মাটিতে। তারপরেই ঘরের মাঠে ব্যস্ত সময় কাটবে অস্ট্রেলিয়ার।
আগামী ২৭ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ৩টি ও ৩ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ৩টি টি-২০ ম্যাচ খেলবে অজিরা। ২১ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজও চূড়ান্ত হয়েছে।
সপ্তাহখানেক বিরতির পরই আবার নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। বক্সিং ডে টেস্ট আয়োজিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। এই সিরিজ শেষ হবে ২০২০ সালের ৭ জানুয়ারি। আগামী বছর মার্চ মাসে আবার কিউইদের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অজিরা।
২০২০ সালের ফেব্রুয়ারি মাসে সংক্ষিপ্ত সংস্করণের ম্যাচ খেলতে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ সফর করবে অজিরা। বাংলাদেশ সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। তবে এফটিপি অনুযায়ী ফেব্রুয়ারিতে টাইগারদের ডেরায় আসবে অস্ট্রেলিয়া।
শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজ-
১ম ম্যাচ- ২৭ অক্টোবর, ২০১৯- অ্যাডিলেড ওভাল।
২য় ম্যাচ- ৩০ অক্টোবর, ২০১৯- গ্যাবা।
৩য় ম্যাচ- ১ নভেম্বর, ২০১৯- মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড।
পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজ-
১ম ম্যাচ- ৩ নভেম্বর, ২০১৯- সিডনি ক্রিকেট গ্রাউন্ড।
২য় ম্যাচ- ৫ নভেম্বর, ২০১৯- মানুকা ওভাল।
৩য় ম্যাচ- ৮ নভেম্বর, ২০১৯- পার্থ স্টেডিয়াম।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ-
১ম ম্যাচ- ২১ থেকে ২৫ নভেম্বর, ২০১৯- গ্যাবা।
২য় ম্যাচ- ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর, ২০১৯- অ্যাডিলেড ওভাল।
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ-
১ম ম্যাচ- ১২ থেকে ১৬ ডিসেম্বর, ২০১৯- পার্থ স্টেডিয়াম।
২য় ম্যাচ- ২৬ থেকে ৩০ ডিসেম্বর, ২০১৯- মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড।
৩য় ম্যাচ- ৩ থেকে ৭ জানুয়ারি, ২০২০- সিডনি ক্রিকেট গ্রাউন্ড।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ-
১ম ম্যাচ- ১৩ মার্চ, ২০২০- সিডনি ক্রিকেট গ্রাউন্ড।
২য় ম্যাচ- ১৫ মার্চ, ২০২০- সিডনি ক্রিকেট গ্রাউন্ড।
৩য় ম্যাচ- ২০ মার্চ, ২০২০- ব্লান্ডস্টোন অ্যারেনা।
