জুবায়ের আহমেদ: বিশ্বকাপ ২০১৯ এর পূর্বে আয়ারল্যান্ডে তিনজাতির সিরিজের ১ম ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডকে বিশাল ব্যবধানে পরাজিত করেছে উইন্ডিজ, ক্যারিবিয়ান দুই ওপেনার উদ্বোধনী জুটিতে ৩৬৩ রানের রেকর্ড জুটি গড়েছেন, সেই সাথে ওয়ানতে প্রথমবারের মতো দুই ওপেনারই পেয়েছেন ১৫০ বা ততোধিক রান। একাধিক রেকর্ড গড়ে আইরিশদের উড়িয়ে দেওয়ার পর আজ বাংলাদেশ সময় ৩.৪৫ মিনিটে ডাবলিনে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে উইন্ডিজ।
আইপিএল খেলায় ব্যস্ত থাকায় এবং তরুনদের সুযোগ দেওয়ার নিমিত্তেই ত্রিদেশীয় সিরিজে রাখা হয়নি ক্রিস গেইল, হেটমেয়ার, আন্দ্রে রাসেল ও ব্রাথওয়েটকে। চার তারকা ক্রিকেটার ছাড়া উইন্ডিজ দল গঠন করায় আয়ারল্যান্ড ও বাংলাদেশ শিবিরে কিছুটা স্বস্থি থাকলেও ১ম ম্যাচে উইন্ডিজের ব্যাটিং তান্ডব সকল বিস্ময় ছাড়িয়ে গেছে, আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে মেলে ধরার প্রক্রিয়ায় থাকা শাই হোপ ও অখ্যাত ওপেনার ক্যাম্পবল যেভাবে বিশ্বরেকর্ড গড়েছেন, তাতে মুগ্ধ ক্রিকেট বিশ্ব।
আসন্ন বিশ্বকাপের অন্যতম অভিজ্ঞ দল বাংলাদেশ, সাম্প্রতিক সময়ে ঘরের মাটিতে উইন্ডিজকে টেস্ট ও ওয়ানডে সিরিজে পরাজিত করার ফলে বাংলাদেশ দল মানসিক ভাবে এগিয়ে থাকলেও বিদেশের মাটিতে বিশেষ করে পেস উইকেটে উইন্ডিজ এগিয়ে থাকলেও নিজেদের সেরা ক্রিকেট খেলে উইন্ডিজকে হারানো অসম্ভব কিছু নয়।
উইন্ডিজ দল স্বাগতিক আয়ারল্যান্ডকে ১ম ম্যাচে বিশাল ব্যবধানে উড়িয়ে দেওয়ার বিপরীতে বাংলাদেশ দল হেরেছে আইরিশ এ দলের কাছে। প্রস্তুতি ম্যাচের ফলাফল তেমন প্রভাব না ফেললেও একমাত্র সাকিব ছাড়া আর কোন ব্যাটসম্যান জ্বলে উঠতে না পারায় আজ উইন্ডিজের সাথে বাংলাদেশের ব্যাটিং নিয়ে কিছুটা হলেও সংশয় থাকছেই।
প্রস্তুতি ম্যাচে না খেলা মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মোর্তুজা, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার আজ একাদশে ফিরছেন। সেই সাথে তামিম ইকবাল, লিটন দাশ, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমানও থাকবেন একাদশে। মোহাম্মদ মিথুন, রুবেল হোসেন, ফরহাদ রেজা, আবু জায়েদ রাহি, মোসাদ্দেক সৈকত, তাসকিন আহমেদ, নাইম হাসান, ইয়াসির আলীকে থাকতে হবে একাদশের বাহিরে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ-
তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাশ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান ও মাশরাফি বিন মোর্তুজা (অধিনায়ক)
লিটনকে একাদশে না রাখলে সুযোগ পাবেন মোহাম্মদ মিথুন। আর পেস উইকেট বিবেচনায় চার পেসার নিয়ে খেলতে চাইলে মিরাজের পরিবর্তে সুযোগ পাবেন রুবেল হোসেন, তবে উইন্ডিজের স্পিন ভীতি থাকায় মিরাজ একাদশে থাকার সম্ভাবনাই বেশি।
