ব্রেকিং নিউজ

৪৫ দিনের মধ্যেই শিশুর জন্মনিবন্ধনে মিলছে আকর্ষণীয় ফ্রি পানির পট!

নিজস্ব প্রতিবেদকঃ নাটোরের নলডাঙ্গার মাধনগর ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদ সচিব এবং ডিজিটাল সেন্টারের উদ্যোক্তার ব্যক্তিগত উদ্যোগে শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধনে জন উদদ্ধকরনের প্রয়াসে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একারনে জনমনে সচেতনতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ছবিতে শিশুর নিবন্ধন কার্ড গ্রহন করতে আসা রিনা দাস বলেন, এটাতো বাড়তি পাওয়া। বস্তুত এই পানির পটটি শিশুর জন্য প্রয়োজনীয় এবং আবশ্যিক। ভালো উদ্যোগ এটা। এর আগে কখনও পায়নি বা পেতে দেখিনি।

মাধনগর ইউ,পি চেয়ারম্যান আমজাদ হোসেন দেওয়ান বলেন,এটা খুবই ভাল উদ্যোগ আমি নিজেও এটা চলমান রাখার সিদ্ধান্ত নিয়েছি।

ইউনিয়ন পরিষদ সচিব, জনাব নজমুল ইসলাম বলেন, এর আগে মাইকি়ং করেও জনগন সঠিক সময়ে আসে না। তাই শিশুর প্রয়োজনীয় এই পানির পটটি ফ্রি দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি।
যেন জনগন শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন করে। এছাড়াও ৪৫ দিনের মধ্যেই মৃত্যু ব্যক্তির মৃত্যু নিবন্ধন নিশ্চিত করা প্রতিটি সচেতন নাগরিকদের কর্তব্য।

Leave a Reply