টাঙ্গাইলের ধনবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাদের হাতে ভাতিজা খুন হয়েছেন। জমি নিয়ে চাচা আ. হক, হুরমুজ আলী, আজিজুল হক ও হাসমত আলী এবং ভাতিজা মোক্তার হোসেনের (২৫) মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষে ভাতিজার মাথায় চাচারা খুন্তি দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়। তাকে আহত অবস্থায় প্রথমে জামালপুর সদর হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নেয়ার পর মারা যায়।
মোক্তার ধনবাড়ীর নাথের পাড়া গ্রামের মৃত আ. আজিজের ছেলে। পেশায় রিক্সা-ভ্যান চালক ছিলেন। এ ঘটনায় মোক্তারের বড় বোন রাশেদা বেগম, ভগ্নিপতি পতি মোশারফ হোসেন, ছোট ভাই মনি ও হিরা আহত হয়েছেন বলে জানা যায়। এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার বানিয়াজান ইউনিয়নের নাথের পাড়া গ্রামে।
ধনবাড়ী থানা পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বানিয়াজান ইউনিয়নের নাথের পাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা আ. হক, হুরমুজ আলী, আজিজুল হক ও হাসমত আলী সাথে জমি সংক্রান্ত জেরে ভাতিজা মোক্তার হোসেনের বাকবিতন্ডে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে চাচারা ভাতিজা মোক্তার হোসেনের মাথায় খুন্তি দিয়ে আঘাত করে। খুন্তির আঘাতে সে গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে জামালপুর সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ডাক্তারের পরামর্শে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নেয়ার পর গতকাল বৃহস্পতিবার রাত আটটায় সে মারা যায়।
এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান শামছুল আলম তালুকদার বাবুল জানান, ওয়ারিশের জমি নিয়ে এ ঘটনা। এ জমি নিয়ে দীর্ঘদিন যাবত কোর্টে মামলা চলছিল। সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার ফটিক স্থানীয় মাতাব্বরদের নিয়ে দুই-তিন দফায় সালিশী বৈঠক করেছে বলে আমি শুনেছি। তবে কোন পক্ষই আমার কাছে আসে নাই।
এ ব্যাপারে ধনবাড়ী থানার ওসি মজিবর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এখন পর্যন্ত এ ব্যাপারে কেউ আমার কাছে আসে নাই। আসলেই আমি মামলা নেব এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।
