সাইফুর রহমান, কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) টাঙ্গাইল জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘টাঙ্গাইলের বন্ধন’ এর ২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
রসায়ন বিভাগের প্রভাষক মোহাম্মদ জুলহাস উদ্দিন উপস্থিতিতে পরিসংখ্যান বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী আব্দুর রহমানকে সভাপতি ও গণিত বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী তন্ময় ফেরদৌসকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি পদে মো. আকবর হোসেন সহ আরও ৪জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অমিত কর্মকার সহ আরও ৩জন, সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল্লাহ আল মাসুম সহ ৪জন।
