ব্রেকিং নিউজ

দুপচাঁচিয়ায় যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃদুপচাঁচিয়া উপজেলা সম্মিলিত শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মেইল বাসস্ট্যান্ড সংগঠনের কার্যালয় থেকে এক র‌্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। র‌্যালি শেষে সংগঠনের কার্যালয়ে সামনে ঐক্য পরিষদের সভাপতি মহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফ আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নূরুল ইসলাম তালুকদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব ফজলুল হক , দুপচাঁচিয়া পৌরসভার মেয়র বেলাল হোসেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাছরিন রুপা, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ প্রাং, আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন দুপচাঁচিয়া শাখার সভাপতি আব্দুস সামাদ আজাদ।

উপজেলা সম্মিলিত ট্রাক চালক সমিতির সাধারণ সম্পাদক জয়মুদ্দিন প্রাং, চাউল কল চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি সুমন সরদার, উপজেলা ট্রাক চালক সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোবারক আলী, আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন কাঁচামাল লেবার শাখার সভাপতি আব্দুল মান্নান, একতা ড্রাইভার সমিতির সভাপতি হারুন প্রামানিক, উপজেলা পিকআপ চালক সমিতির সভাপতি সুলতান মাহমুদ, উপজেলা কার-মাইক্রো চালাক সমিতি সভাপতি সোহেল রানা, আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন কাঠ লেবার শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন ফরিদ সোহেল, উপজেলা দর্জি শ্রমিক সমিতির সভাপতি নূর ইসলাম, অটো ভ্যান চালক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম সরদার প্রমুখ। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু জাহেদ, যুগ্ম সম্পাদক এমদাদুল হক,সাংগঠনিক সম্পাদক তহিদুল মহলদার, ম্গ্পৌর আ’লীগের সাধারন সম্পাদক আমিনুর রহমান মহলদার প্রমুখ। সন্ধায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply