ব্রেকিং নিউজ

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন

সেই সিরিজে অংশ নেয়াসহ একবারেই বিশ্বকাপ খেলার জন্য দেশের মাটি ছেড়ে গেলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। আজ সকাল ১১টায় এমিরেটসের একটি এয়ারলাইন্সে করে রওয়ানা দেন টাইগাররা।

আয়ারল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হচ্ছে বাংলাদেশি ব্র্যান্ড ওয়ালটন। আজ (বুধবার) এ বিষয়ে ওয়ালটন এবং টোটাল স্পোর্টস মার্কেটিং এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন ওয়ালটনের ক্রিয়েটিভ অ্যান্ড পাবলিকেশন বিভাগের নির্বাহী পরিচালক উদয় হাকিম এবং টোটাল স্পোর্টস মার্কেটিং এর স্বত্ত্বাধিকারী মইনুল হক চৌধুরী। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিরিজের ট্রফি প্রদর্শন করা হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের মানবসম্পদ উন্নয়ন বিভাগের নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান এবং পিআর অ্যান্ড মিডিয়া বিভাগের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজ আলম।

উল্লেখ্য, আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের কাছ থেকে ত্রিদেশীয় সিরিজের স্বত্ত্ব কিনে নেয় টোটাল স্পোর্টস মার্কেটিং। ৩০মে ইংল্যান্ডে শুরু হবে এবারের বিশ্বকাপ ক্রিকেট। ঠিক তার আগে ৫ মে থেকে শুরু হওয়া এই সিরিজ নানা কারণেই গুরুত্বপূর্ণ। বিশেষ করে টাইগারদের বিশ্বকাপের প্রস্তুতির জন্য সবার চোখ থাকবে এই সিরিজের দিকে।

ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের কন্ডিশন প্রায় একই রকম হওয়ায় বাংলাদেশের জন্য প্রস্তুতির এটি একটি ভালো সুযোগ। এর আগে ২০১৭ সালে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের টাইটেল স্পন্সর হয়েছিলো ওয়ালটন। ইংল্যান্ডে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগের ওই সিরিজে বাংলাদেশ ও আয়ারল্যান্ড ছাড়াও অংশ নিয়েছিলো নিউজিল্যান্ড। সেবার ভালো প্রস্তুতির কারণে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে খেলেছিলো বাংলাদেশ।

এ প্রসঙ্গে উদয় হাকিম বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইন তৈরিতে বিসিবির উদ্যোগে অনুষ্ঠিত ঘরোয় ক্রিকেটের প্রায় সব বড় টুর্নামেন্টে স্পন্সর করে আসছে ওয়ালটন। সে সঙ্গে আন্তর্জাতিক অঙ্গণে যেখানেই বাংলাদেশ দল আছে সেখানেই ওয়ালটন পাশে থাকার চেষ্টা করছে। ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটের উন্নয়নে নিজেদের সামর্থ্য অনুযায়ী কাজ করে যাবে ওয়ালটন।’

Leave a Reply