আইপিএলে আজ দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও রাজস্থান রয়্যালস। ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে শুরু হবে।ম্যাচটি সরাসরি দেখাবে চ্যানেল নাইন ও স্টার স্পোর্টস ২।
এবারের আইপিএলের দ্বাদশ আসরে সবার প্রথমে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বিরাট কোহলির ব্যাঙ্গালুরু। ১২ ম্যাচে ৪টিতে জিতে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে দলটি। বাকি ২টি ম্যাচ তাদের জন্য শুধুই নিয়ম রক্ষার।
অন্যদিকে ১২ ম্যাচে ৫টিতে জিতে আইপিএলের দ্বাদশ আসরে এখনও ঠিকে আছে রাজস্থান। প্লে-অফে খেলতে হলে তাদের শেষ ২টি ম্যাচ জেতা ছাড়া বিকল্প কোন পথ নেই। তবুও শেষ দুটি ম্যাচ জিতে তাকিয়ে থাকতে হবে অন্য দল গুলোর প্রতি।
