বিশ্বকাপের মতো বড় মঞ্চে এখন পর্যন্ত শতকের দেখা পায়নি দেশসেরা ওপেনার তামিম। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে পেয়েছিলেন শতকের দেখা। তামিম প্রতিবারের মতো এবারও নিজের কোনো লক্ষ্য ঠিক করতে চান না। তিনি বরাবরই বাংলাদেশ দলের চাহিদা অনুযায়ী খেলতে চান। দলের প্রয়োজনে তিনি সবসময় ভালো খেলার জন্য প্রস্তুত। বিশ্বকাপে ১০ দল প্রতিটি দল একে অপরের বিপক্ষে মোট ৯ টি ম্যাচ খেলার সুযোগ পাবে।
তামিম বলেন, ‘শতক নিয়ে আমি সত্যি অতো বেশি ভাবি না। আল্লাহ শতকের কোনো সুযোগ তৈরি করে দিলে চেষ্টা অবশ্যই করব।’
জাতীয় দলে অভিষেক হওয়ার পর তামিম অতি আগ্রাসী ব্যাটসম্যান ছিলেন। ধীরে ধীরে সময়ের সাথে তামিম এখন দলের প্রয়োজনে ধীর-স্থিরভাবে খেলেন।
তিনি বলেন, ‘সবকিছু মিলিয়েই…দলের একটা চাওয়া থাকে। আমাকে যে কাজ দেওয়া হয় সেটাই ঠিকভাবে পূরণ করার চেষ্টা করি। অনেক সময় পারি, অনেক সময় পারি না। যত বেশি সময় ব্যাট করব তা আমার জন্য এবং দলের জন্য ভালো।’
ইনশাআল্লাহ তামিমের ব্যাটে এই বিশ্বকাপে তার প্রথম বিশ্বকাপ শতকটি দেখতে পাবো। বাংলাদেশ দল ও ভালো কিছু করতে পারবো আশা করছি।
