বিশ্বকাপকে সামনে রেখে এরই মধ্যে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ছেড়ে দেশে ফিরে গেছেন অনেক তারকা ক্রিকেটার। বিশ্বকাপের জন্য দলের প্রস্তুতিতে যোগ দিতে এরই মধ্যে আইপিএল ছেড়ে দেশে ফিরেছেন জস বাটলার, জনি বেয়ারস্টো, সাকিব আল হাসানদের মত তারকা ক্রিকেটাররা।
এবার সেই ধারাবিহতায় আইপিএল ছেড়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের অস্ট্রেলিয়ান পেসার জেসন বেহরেনডর্ফ। টুইট বার্তায় তিনি লিখেন, ‘আইপিএল উপভোগ্য ছিল, দারুণ ফ্র্যাঞ্চাইজির সাথে প্রথম আইপিএল। ভালো খেলতে থাকো সতীর্থরা। কয়েক সপ্তাহ পর ফাইনালে আমাদের দেখতে মুখিয়ে আছি। পরেরবার দেখা হবে।’
এরপর বেহরেনডর্ফের উদ্দেশ্যে টুইট বার্তায় মুম্বাই ইন্ডিয়ান্স লিখে, ‘বিশ্বকাপের জন্য শুভকামনা রইল। শীঘ্রই মুম্বাইয়ে তোমার সাথে দেখা হচ্ছে।’
উল্লেখ্য, চলতি আইপিএলে মুম্বাইয়ের হয়ে ৫ ম্যাচ খেলার সুযোগ পান এই অজি পেসার। ৫ ম্যাচ খেলে ৫টি উইকেট শিকার করেন তিনি।
