বিশ্বকাপ যতোটা এগিয়ে আসছে, ততোটাই বের হচ্ছে নতুন মতামত, গুঞ্জন। তারকা ক্রিকেটারদের প্রসংশায় ভাসাচ্ছেন সাবেক ক্রিকেট তারকারা। সম্প্রতি মাশরাফি বিন মর্তুজাকে বিশ্বকাপের সেরা অধিনায়ক বলেছিলেন পাকিস্তানি স্পিডমাস্টার শোয়েব আখতার। এবার বাংলাদেশি আরেক তারকা মুশফিকের প্রসংশায় পঞ্চমুখ আরেক পাকিস্তানি তারকা ওয়াসিম আকরাম।
আকরামের মতে দুর্দান্ত সব শট খেলতে পারা মুশফিক যে কোনো সময়ে খেলার মোড় ঘুরাতে পারেন, ” শুধু খাঁটি ব্যাটসম্যান হিসেবে দেখা হলে বাংলাদেশের ম্যাচ উইনার মুশফিক। ছোটখাট গড়নের অধিকারি হলেও তার ভেতর রয়েছে অনেক উদ্যম। উইকেটের চারপাশে শট খেলতে সক্ষম সে। খেলতে পারে স্ট্রাইক রোটেট করে। স্পিনার ও পেসারদের বিপক্ষে দুর্দান্ত স্লগ সুইপ খেলতে পারে মুশফিক। “
এ ছাড়াও তিনি মুশফিকের আরো কিছু সক্ষমতা তুলে ধরেন, “সে পেসারদের বিপক্ষে স্কয়ার অব দ্য উইকেটে অনেক বেশি শক্তিশালী। ব্যাকফুটে দারুণ খেলে, সামনেও তার সামর্থ্য দুর্দান্ত। স্পিনারদের তো এমনিই ভালো খেলে ও। বাংলাদেশের জন্য ব্যাটিং বিভাগে মুশফিক হবে তাদের মূল ক্রিকেটার।”
