ব্রেকিং নিউজ

শপথ নেওয়ায় জাহিদুরকে বহিষ্কার করল বিএনপি

দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ায় প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত বিএনপি প্রার্থী জাহিদুর রহমানকে। আজ শনিবার রাত পৌনে আটটায় চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে জরুরি বৈঠকে বসে বিএনপির স্থায়ী কমিটি। পরে কমিটির সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তের ঘোষণা দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে চেয়ারপার্সনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জরুরি বৈঠকের বিষয়টি গণমাধ্যমে জানান।

তিনি বলেন, ‌‘স্থায়ী কমিটির সদস্যরা দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি ও দলের পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করবেন। দলের সিদ্ধান্ত লঙ্ঘন করে বৃহস্পতিবার একাদশ সংসদের সদস্য হিসেবে শপথ নেয়া জাহিদুর রহমান জাহিদের (ঠাকুরগাঁও-৩) বিরুদ্ধে ব্যবস্থা চূড়ান্ত করা হবে বৈঠকে। এছাড়া বিএনপি চেয়ারপার্সনের মামলা সংক্রান্ত আইনি বিষয় নিয়ে আলোচনা করা হবে।’

বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী।

গতকাল শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, ‘জাহিদুর রহমান শপথ নিয়ে অত্যন্ত গর্হিত কাজ করেছেন এবং তাদের স্থায়ী কমিটি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা চূড়ান্ত করবে।’

দলের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, বিএনপির স্থায়ী কমিটি দলের বাকি পাঁচ নির্বাচিত সংসদ সদস্যের অবস্থান মূল্যায়ন এবং তাদের শপথ নেয়া থেকে বিরত রাখতে কৌশল ঠিক করবে।

Leave a Reply