ব্রেকিং নিউজ

এবার স্কুলছাত্রকে যৌন নির্যাতন করে ভিডিও ধারণ, গ্রেফতার ৩

টাঙ্গাইলের ধনবাড়ীতে জনৈক স্কুলছাত্রকে অপহরণ করে তুলে নিয়ে তিন বখাটে মিলে যৌন নির্যাতন চালায় ও পুরো ঘটনা মোবাইলে ভিডিও ধারণ করে। বখাটেরা ওই স্কুলছাত্রের পরিবারের কাছে মোবাইলে মোটা অংকের টাকা দাবি করে। যৌন নির্যাতনের শিকার ওই স্কুলছাত্র ধনবাড়ী সরকারী নওয়াব ইনস্টিটিউশনের নবম শ্রেণির ছাত্র। সে কিসামত ধনবাড়ী এলাকার বাসিন্দা। এ ঘটনায় বুধবার নির্যাতিত স্কুলছাত্রের বড় ভাই মো. আবুল হোসেন বাদী হয়ে ধনবাড়ী থানায় মামলা করেছেন। পুলিশ অভিযুক্ত ওই তিন বখাটেকে গ্রেফতার করে কোর্টে চালান দিয়েছে।

মামলা বিবরণ ও স্কুলছাত্রের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত ৮ টার দিকে নির্যাতনের শিকার ওই স্কুলছাত্র ধনবাড়ী পৌর শহর থেকে প্রাইভেট পড়ে বাসায় ফিরছিল। ফেরার পথে ধনবাড়ী ঈদগা রোডে পৌঁছা মাত্র পূর্ব থেকেই উৎপেতে থাকা তিন বখাটে ধনবাড়ী পৌর শহরের আম বাগান এলাকার ফজলুল করিমের ছেলে মাহফুজুর রহমান সিয়াম (১৯), মেইন রোড এলাকার শাহজাহান আলীর ছেলে ইমরান আলী (২০), ঈদগা রোড এলাকার বাবর আলীর ছেলে মিন্টু মিয়া (২৫) মিলে ওই স্কুলছাত্রকে অপহরণ করে হোন্ডাযোগে ধনবাড়ী উপজেলার পাথালিয়া গ্রামের নির্মাণ ইট ভাটার নিকট একটি সেলো মেশিন ঘরে নিয়ে যৌন নির্যাতন চালায়।

যৌন নির্যাতনের পুরো ঘটনাটি তারা মোবাইলে ভিডিও ধারণ করে এবং পরবর্তীতে ওই স্কুলছাত্রের পরিবারের কাছে ছেলেকে পাওয়ার জন্য মোটা অংকের টাকা দাবি করে। বিষয়টি নির্যাতিন ওই স্কুলছাত্রের পরিবার ধনবাড়ী থানা পুলিশকে অবহিত করে। পরে এলাকাবাসীর সহায়তায় মঙ্গলবার রাতেই ধনবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল থেকেই তিন বখাটেকে আটক করে এবং ওই স্কুলছাত্রকে উদ্ধার করে।

Leave a Reply