ব্রেকিং নিউজ

বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ “ডাক”

দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ, বাকি মাত্র ৩৮ দিন।মাত্র ৩৮ দিন পরই ক্রিকেটের সবচেয়ে বড় আসরে মেতে উঠবে ক্রিকেটপ্রেমীরা।এখনই শুরু হয়ে গেছে দলগুলো নিয়ে কাটাছেড়া, দলগুলোর সফলতা-ব্যার্থতার কথা, শক্তিমত্তা-দুর্বলতা নিয়ে মেতে উঠেছে ক্রিকেট ভক্তরা।দলগুলোর পাশাপাশি ক্রিকেটারদের সফলতা-ব্যার্থতাও জায়গা পাচ্ছে ক্রিকেট ভক্তদের এসব আলোচনা ও বিশ্লেষণে।

ক্রিকেটারদের যেমন সফলতার রেকর্ড আছে,তেমনি রেকর্ড ব্যার্থতারও।ক্রিকেট ভক্তদের মন জয় করার রেকর্ডের পাশাপাশি থাকে লজ্জারও কিছু রেকর্ড।আজ আমরা জানবো এমনই এক রেকর্ড সম্পর্কে। আজ আমরা জানবো বাংলাদেশের পক্ষে বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ ০ রানে আউট হওয়ার রেকর্ড সম্পর্কে।ক্রিকেট এর ভাষায় ০ রানে আউট হওয়াকে বলা হয় “ডাক”।

চলুন দেখে নেই বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের হয়ে কারা সর্বোচ্চবার ডাল মেরেছেন::

১)তামিম ইকবাল: এই দেশসেরা ব্যাটসম্যান এখন পর্যন্ত তিনটি বিশ্বকাপ(২০০৭,২০১১,২০১৫) খেলে ডাক মেরেছেন সবচেয়ে বেশি ৩ টি।

২)আব্দুর রাজ্জাক: জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার ২টি বিশ্বকাপে (২০০৭,২০১১)অংশ নিয়ে ডাক মেরেছেন ২ টি।

৩)শফিউল ইসলাম: এই পেস বোলার ১ টি বিশ্বকাপ খেলে(২০১১,২০১৫ বিশ্বকাপ দলে থাকলেও কোন ম্যাচ খেলেননি) ডাক মেরেছেন ২ টি)।

Leave a Reply