ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি,জনগণের কণ্ঠ:-টাঙ্গাইলের ধনবাড়ীতে দুই সন্তানেরজনক ভ্যান চালক রফিকুল ইসলাম (৪৫) বাড়ীর পাশে মেহগিনি গাছের সাথে গলায় রশি দিয়ে ফাঁস টানিয়ে শুক্রবার দুপুরে আত্মাহত্যা করেছে। সে উপজেলার কেন্দুয়া বেপারীপাড়া গ্রামের মৃত হরি বেপারীর ছেলে।
ধনবাড়ী থানার উপ-পরিদর্শক মো. হান্নান জানান, আত্মহত্যার খবর পেয়ে গতকাল শুক্রবার বিকালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ধনবাড়ী থানায় নিয়ে আসি।
ধনবাড়ী থানার ওসি মজিরব রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
