ব্রেকিং নিউজ

বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের অধিনায়কের নাম ঘোষণা

আজ বৃহস্পতিবার বিশ্বকাপের জন্য দল ঘোষণা করবে শ্রীলঙ্কা। তার আগে আজ বুধবার ওয়ানডে অধিনায়ক হিসেবে দিমুথ করুণারত্নের নাম ঘোষণা করেছে তারা। আসন্ন বিশ্বকাপে তার নেতৃত্বেই খেলবে শ্রীলঙ্কা। যদিও করুণারত্নে খুব বেশি ওয়ানডে খেলেননি। সবশেষ খেলেছিলেন ২০১৫ বিশ্বকাপে। ২০১১ সালে ওয়ানডেতে অভিষেক হওয়ার পর গেল ৮ বছরে শ্রীলঙ্কার জার্সি গায়ে মাত্র ১৭টি ওয়ানডে খেলেছেন তিনি। গড় ১৫.৮৩। সর্বোচ্চ সংগ্রহ ৬০ রান। তবে লিস্ট ‘এ’ ক্রিকেটে তার ছয়টি সেঞ্চুরি রয়েছে। ১২০টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। সেখানে তার গড় ৩৪.৩৪।

তবে টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়ে আলোচনায় উঠে এসেছেন। বিশেষ করে প্রথম কোনো এশিয়ার দল হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জয়ের পর।

সবাই ধরেই নিয়েছিল বিশ্বকাপে লাসিথ মালিঙ্গাই নেতৃত্ব দিবেন শ্রীলঙ্কাকে। কিন্তু নির্বাচকরা পরিবর্তন এনেছেন। অবশ্য সাম্প্রতিক সময়ে ঘন ঘন অধিনায়ক পরিবর্তন করছে শ্রীলঙ্কা। তাদের সবশেষ চার সিরিজে তিনজন ভিন্ন অধিনায়ক ছিলেন। সেই তালিকায় ছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্দিমাল ও লাসিথ মালিঙ্গা। এবার যুক্ত হলেন করুণারত্নে।

অবশ্য সম্প্রতি তিনি মদ্যপ অবস্থায় গাড়ী চালিয়ে একজন পথচারীকে আহত করে বেশ সমালোচনার শিকার হয়েছিলেন। সে কারণে ক্রিকেট শ্রীলঙ্কা তাকে ভৎসনাও করেছিল। জরিমানাও গুণতে হয়েছিল এই ব্যাটসম্যানকে। আর বাতিল করা হয়েছে তার ড্রাইভিং লাইসেন্স।

এখন দেখার বিষয়ে তার নেতৃত্বে বিশ্বকাপের মতো একটি মেগা ইভেন্টে কেমন কী করে লঙ্কানরা।

Leave a Reply