জুবায়ের আহমেদ: অবশেষে সব জল্পনা কল্পনা শেষে আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপ ২০১৯ এর জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। ১৫ সদস্যের দলে নেই কোন নতুন মুখ, তবে সবাইকে অবাক করে দিয়ে জায়গা করে নিয়েছেন পেসার আবু জায়েদ রাহি। মোসাদ্দেক ও ইয়াসির আলী রাব্বির মধ্যে কে সুযোগ পাবে তা নিয়ে সংশয় থাকলেও অবশেষে ইয়াসিরকে হটিয়ে জায়গা করে নিয়েছেন মোসাদ্দেক।
ইনজুরী থেকে সদ্য ফেরা তাসকিনের আহমেদেরও জায়গা হয়নি বিশ্বকাপ দলে, জায়গা হয়নি অভিজ্ঞ ওপেনার ইমরুল কায়েসেরও, অফফর্মে থেকেও পূর্ব প্রত্যাশা অনুযায়ী জায়গা করে নিয়েছেন লিটন কুমার দাশ ও সৌম্য সরকার। আলোচনায় থাকা রেজারও জায়গা হয়নি বিশ্বকাপ দলে।
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে অবশ্য জায়গা করে নিয়েছেন ইয়াসির আলী, ইয়াসিরের সাথে জায়গা করে নিয়েছেন সর্বশেষ নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দলে সুযোগ পাওয়া স্পিনার নাঈম হাসানও। আইরিশ সিরিজ শেষে দলে পরিবর্তন আসার সম্ভাবনাও আছে।
বাংলাদেশের বিশ্বকাপ দল
মাশরাফি বিন মোর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল খান, লিটন কুমার দাশ, সৌম্য সরকার, সাকিব আল হাসান (সহ অধিনায়ক) মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (উইকেটকিপার) মোসাদ্দেক সৈকত, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মিথুন আলী, সাইফুদ্দিন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান ও আবু জায়েদ রাহি।
বিশ্বকাপের ১৫ সদস্যের বাহিরে ইয়াসির আলী রাব্বী ও নাঈম হাসান সহ ১৭ সদস্যের বাংলাদেশ দল আয়ারল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজে খেলবে। স্বাগতিক আয়ারল্যান্ড, বাংলাদেশ ও উইন্ডিজকে নিয়ে অনুষ্ঠিত হবে তিনজাতির সিরিজ।
