ব্রেকিং নিউজ

মোঃ আরিফ হাসানের কবিতা “বৈশাখের ঝড়োমেঘে”

আমি করিনা বিরোধী
আমাদেরই সংস্কৃতি প্রথা,
একটু না হয় ভেবে দেখো
অসহায় গরীব দুঃখীর কথা।

এসেছে বৈশাখ সাজিয়েছ পান্তা ইলিশ ডালা,
কতো অসহায় গুমরে কাঁদে
ফুটো তাদের থালা।

বৎসরে একদিন পান্তা খেলেই হয়ে যায় দেশ প্রীতি-?
কি চমৎকার কি অনন্য
আমাদের সংস্কৃতি!

কোথায় মোদের সংস্কৃতি কোথায় যাচ্ছে দেশ,
অপসংস্কৃতিতে ভরে যাচ্ছে
সোনার বাংলাদেশ।

বৈশাখের ঝড়োমেঘে ভেসে যাক অপসংস্কৃতিক শক্তি,
এসো সঠিক সংস্কৃতিতে
হৃদয় ভরি-মানুষকে করি ভক্তি।

Leave a Reply