জুবায়ের আহমেদ: বল টেম্পারিংয়ের অভিযোগে দীর্ঘ ১ বছর নিষিদ্ধ ছিলেন অজি তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার ও অধিনায়ক তারকা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ, দুই তারকাকে হারিয়ে অস্ট্রেলিয়ার মাঠের পারফরম্যান্স বেশ নাজুক হয়ে গেলেও সম্প্রতি অ্যারণ ফিঞ্চের নেতৃত্বাধীন দুর্দান্ত খেলছে অস্ট্রেলিয়া, বিশেষ করে ভারতের মাটিতে ভারতকে এবং দুবাইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতে বেশ ফুরফুরে মেজাজে আছে অজি শিবির, তরুন ক্রিকেটাররা দুর্দান্ত পারফর্ম করায় আসন্ন বিশ্বকাপে ওয়ার্নার-স্মিথ ফিরতে পারবেন কিনা তা নিয়ে বেশ গুঞ্জন থাকলেও বর্তমান চ্যাম্পিয়ন সহ ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আসন্ন বিশ্বকাপেও চ্যাম্পিয়ন দল গঠনের প্রয়াসে কোন ভুল সিদ্ধান্ত নেয়নি, দলে ফিরিয়েছে বিশ্বের অন্যতম দুই সেরা ব্যাটসম্যান ওয়ার্নার ও স্মিথকে।
দুই তারকা ব্যাটসম্যানকে সুযোগ করে দিতে গিয়ে বাদ পড়েছে সাম্প্রতিক সময়ের দূর্দান্ত পারফরম্যার হ্যান্ডসকাম্ব, ভারতে অস্ট্রেলিয়াকে দুর্দান্ত জয় এনে দেওয়া তরুন ব্যাটসম্যান টার্নারেরও জায়গা হয়নি বিশ্বকাপ দলে, বাদ পড়েছেন নিয়মিত পেসার হ্যাজলেউড। জায়গা করে নিয়েছেন তরুন পেসার কুল্টারনাইন ও বেহেরনড্রফ ও রিচার্ডসন। দলে অভিজ্ঞ বোলারদের মধ্যে প্যাট কামিন্স ও মিশেল স্ট্রার্কই অন্যতম।
স্মিথ দলে ফিরলেও অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন সাম্প্রতিক সময়ে দূর্দান্ত নেতৃত্বগুণে অস্ট্রেলিয়াকে নিয়মিত সাফল্য এনে দেওয়া ওপেনার এ্যারন ফিঞ্চ, নেতৃত্ব সহ ব্যাট হাতেও সেরা সময় পার করছেন ফিঞ্চ। স্পিনার হিসেবে আছেন নাথান লিয়ন, এডাম জাম্পা ও অলরাউন্ডার ম্যাক্সওয়েল। উইকেট কিপার হিসেবে জায়গা করে নিয়েছেন তরুন আলেক্স ক্যারি।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল-
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ওসমান খাজা, স্টিভ স্মিথ, শন মার্শ, ম্যাক্সওয়েল, স্টইনিস, আলেক্স ক্যারি, মিশেল স্ট্রার্ক, প্যাট কামিন্স, এডাম জাম্পা, কুল্টারনাইন, বেহেরনড্রফ, রিচার্ডসন ও নাথান লিয়ন।
হ্যান্ডসকাম্ব, টার্নার ও হ্যাজলেউড দল থেকে বাদ পড়লেও ইনজুরীর কারনে ব্যাটসম্যান বোলারদের বদলী হিসেবে তাদেরই সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি, আসন্ন বিশ্বকাপে প্রথম পর্বে সবচেয়ে বেশি ৯টি করে ম্যাচ থাকায় ইনজুরীতে আক্রান্ত হওয়ার ঝুকিটাও এবার বেশ প্রবল।
