ব্রেকিং নিউজ

প্রথম ম্যাচে ইতিহাস, তৃতীয় ম্যাচে সর্বনাশ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজের প্রথম ম্যাচে ১২ রানে ৬ উইকেট তুলে রীতিমত হইচই ফেলে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ পেসার আলজারি জোসেফ। কিন্তু নিজের তৃতীয় ম্যাচে মুদ্রার উল্টো পিঠ দেখতে হলো তাকে।

শনিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিপক্ষে দলের হারের দিনে তিন ওভার বোলিং করে ৫৩ রান খরচ করেন জোসেফ। যাতে ছিল না কোন উইকেটর দেখা। মূলত জোসেফ-পাণ্ডিয়ার বোলিং ব্যর্থতায় ১৮৭ রানের বড়সড় স্কোর গড়েও চার উইকেটে হারতে হয় মুম্বাইকে।

রয়্যালসের বিপক্ষে ম্যাচটিতে ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথমবার বোলিংয়ে এসে জোসেফ খরচ করেন ৮ রান। নিজের পরের ওভারে রান দেন ১৭। প্রথম দুই ওভারে ২৫। আর তৃতীয় ওভারে দিয়েছেন প্রথম দুই ওভারের চেয়েও ৩ রান বেশি! অর্থাৎ তৃতীয় ওভারে মোট ২৮ রান খরচ করেন তিনি।

Leave a Reply