ব্রেকিং নিউজ

আরও একবার পোলার্ডের ছক্কা তান্ডব দেখলো ক্রিকেট বিশ্ব

ব্যাট হাতে একাই তান্ডব চালিয়েছেন আজ পোলার্ড। তার তান্ডবে পাঞ্জাবের দেওয়া ১৯৭ রানের টার্গেট ৩ উইকেট বাকী রাখতেই জিতে নেয় মুম্বাই।

প্রথমে ব্যাট করতে নেমে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালান পাঞ্জাবের দুই ওপেনার ক্রিস গেইল ও লুকেশ রাহুল। তবে গেইলের তাণ্ডব থামান বেহরেনডোর্ফ। ৩৬ বলে ৩ চার ও ৭ ছয়ে ৬৩ রান করে ক্রুনাল পান্ডিয়ার হাতে ধরা পড়ে ফেরেন গেইল। অন্যদিকে হার্দিকের বলে ডি ককের হাতে ধরা পড়ে ৭ রান করে ফেরেন মিলার।

এরপর পান্ডিয়ার বলে চাহারের হাতে ধরা পড়ে ৫ রান করে ফেরেন নায়ার। অন্যদিকে বোমরাহর বলে ডি ককের হাতে তালুবন্ধি হয়ে ৮ রান করে ফেরেন ক্যারান। অন্যদিকে ৬৪ বলে ৬ চার ও ৬ ছয়ে ১০০ রানে অপরাজিত ছিলেন লুকেশ রাহুল ও ৭ রানে অপরাজিত ছিলেন মানদীপ। এই ম্যাচে অধিনায়ক পোলার্ড করেন ৩১ বলে ৮৩ রান।

Leave a Reply