ব্রেকিং নিউজ

বিশ্বকাপে ইংল্যান্ডের জন্য দুইটি দলকে বাধা মনে করেন বাটলার

আগামী ৩০শে মে থেকেই শুরু হতে যাচ্ছে এবারের বিশ্বকাপের আসর। সেই বিশ্বকাপের আগেই ইংল্যান্ড দলের সামনে দুইটি দলকে বাধা মনে করছেন জশ বাটলার।

এই ব্যাপারে বাটলার বলেন ,’ বিশ্বকাপের অন্যতম দাবিদার ভারত ও অস্ট্রেলিয়া। এই দুইটি দলকেই আমরা সবচেয়ে বেশি ভয় পাই। বাকীটা জানি না।’

তিনি আরো বলেন ,’ ‘আমরা অন্যতম দাবিদার। ঐতিহ্যগত ভাবে ভারত এবং অস্ট্রেলিয়াও তাই।’

নিজেদের দারুণ ফর্ম নিয়েই বিশ্বকাপ খেলতে নামবে ইংল্যান্ড। তবে, বিশ্বকাপের মতো বড় আসর এবং নক আউট পর্ব সবসময়ই বাড়তি চাপ তৈরি করে, সেটার জন্য তৈরিই আছে ইংল্যান্ড।

‘আমরা সত্যিই ভালো ক্রিকেট খেলছি। কিন্তু বিশ্বকাপের আসর, নক আউট টুর্নামেন্ট, সবসময়ই প্রচুর চাপের পরিস্থিতি।’

Leave a Reply