মুন্নাফ হোসেন,বিশেষ প্রতিনিধি,জনগণের কণ্ঠ:-টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৮৫ সালে স্থাপিত হয়। এটি ১৯৯৪ সালে রেজিস্টার প্রাথমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায়। ২০১৩ সালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। দূর্গম ও পাহাড়ী এলাকায় হওয়ায় প্রশাসনের নজরের বাইরেই থেকে যায় বিদ্যালয়টি। ২০০১ সালে একটি তিনকক্ষবিশিষ্ট ভবন নির্মাণ করা হলেও কক্ষগুলো ছোট। প্রয়োজনীয় বেঞ্চ নেই, অফিস কক্ষ নেই, ভাল টেবিল চেয়ার নেই।
স্টোররুম অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছে। ছাত্রছাত্রীদের ওয়াশব্লক না থাকায় অনেক সময় অন্যের বাড়ীতে যায়। বর্তমানে বিদ্যালয়টিতে চারজন শিক্ষক ও ১৬৪ জন শিক্ষার্থী রয়েছে। একাডেমিক ভবনের পাশেই একটি জরাজীর্ণ ভবন রয়েছে। যেকোনো সময় ঘটতে পারে মারাত্মক দূর্ঘটনা।
তাছাড়া তিনকক্ষ বিশিষ্ট ভবনটির ছাদ কয়েক জায়গায় ধসে পড়েছে। অনেক ভয়ে শিক্ষকরা পাঠদান করাচ্ছেন।
