নিজস্ব প্রতিবেদকঃ নাটোরের নলডাঙ্গা উপজেলার ৪নং পিপরুল ইউনিয়নের ২নং ওয়ার্ড ‘সূর্যবাড়ি দাখিল মাদ্রাসা’ মাঠে সূর্যমুখী ক্রিকেট টুর্নামেন্টে-২০১৯ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৮ মার্চ) বিকেলে সূর্যবাড়ি সূর্যমুখী ক্রিকেট ক্লাবের আয়োজনে ফাইনাল খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক এস এম ফিরোজ। টুর্নামেন্টের সভাপতি ও নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মোঃ আইয়ুব আলী মন্ডলের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম ফকরুদ্দিন ফুটু, উপজেলা ছাত্রলীগের সভাপতি খালেদ মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরহাদ হোসেন, ৫নং বিপ্রবেলঘরিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সবুর সেলিম, পিপরুল ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম পাটোয়ারী, পিরুল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন পাটোয়ারী প্রমূখ।
নাটোর ক্রিকেট একাদশ বনাম নলডাঙ্গা সোনাপাতিল ক্রিকেট একাদশের মধ্যকার ফাইনাল খেলায় নাটোর ক্রিকেট একাদশ ৬ ইউকেটে সোনাপাতিল ক্রিকেট একাদশকে পরাজিত করে।
