ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যাটসম্যানদের রাজত্বের মাঝে বল হাতে স্বপ্নের অভিষেক এক ক্যারিবীয়ানের। প্রথমবারের জন্য আইপিএলের মেগা মঞ্চে পা রেখেই বল হাতে বিপক্ষ ব্যাটিংয়ে ধস নামালেন বছর ২৩ এর পেসার।সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচে মাত্র ১২ রান খরচ (একটি মেডেন সহ) করে ৬টি দামি উইকেট তুলে নেন আলজারি। আর এতেই আইপিএলের রেকর্ডবুকে নাম লেখালেন মুম্বাইয়ের ওয়েস্ট ইন্ডিয়ান বিদেশি আলজারির জোসেফ।
এর আগে আইপিএলের সর্বকালীন সেরা স্পেল ছিল পাক ক্রিকেটার সোহেল তানভীরের৷ আইপিএলের প্রথম মৌসুমে অর্থাৎ ২০০৮ সালে জয়পুরে চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে রাজস্থানের হয়ে ১৪ রানে ৬ উইকেট তুলে নিয়েছিলেন তানভীর। ১১ বছর আগের সেই রেকর্ডই গতকাল ভেঙে দিলেন আলজারি। ম্যাচে ১২ রানে খরচ করে ৬ উইকেট পান ডানহাতি পেসার। উপ্পলে শনিবার রাতে সানরাইজার্সের বিরুদ্ধে তার স্পেলই এখন আইপিএলের ইতিহাসের সর্বকালীন সেরা বোলিং রেকর্ড।
রোহিতের মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাটিং করে ১৩৭ রানের লক্ষ্য দেয় ওয়ার্নারদের সানরাইজার্স হায়দরাবাদকে।এমন লক্ষ্য তো বিধ্বংসী ওয়ার্নার-বেয়ারস্টোর কাছে মামা বাড়ির মোয়া।কিন্তু ময়দানী লড়াইয়ে দেখা মিলল ভিন্ন রুপ।এক ক্যারিবীয়ানের কাছে আত্নসমর্পন করে একে একে ছয় সানরাইজার্স।আর তাতে ১০০ রানও করতে পারেনি ওয়ার্নাররা।মাত্র ৯৬ রানে গুঁটিয়ে যায় হায়দরাবাদ।
