ব্রেকিং নিউজ

ম্যান অফ দ্যা ম্যাচ হয়ে আন্দ্রে রাসেল যা বললেন

চলতি আইপিএলে গতকাল ছিল কলকাতা বনাম ব্যাঙ্গালুরুর খেলা। ব্যাঙ্গালুরু ব্যাট করতে নেমে ২০৬ রানের বিশাল অংকের এক টার্গেট দেয়, যা কলকাতার জন্য পেরে উঠাটা অনেক কঠিন ছিল।

কিন্তু ইনজুরি থেকে সেরে উঠা রাসেল কলকাতার দুঃসময়ে আশার আলো দেখায়। রাসেল যখন খেলতে নামে তখন কলকাতার ১৮ বলে ৫৩ রানের দরকার ছিল। কম বলে এতো রানের অঙ্কটা পার করা একটু বেশিই কঠিন ছিল।

কিন্তু রাসেলের ব্যাটিং তান্ডব সেই স্কোরের দুর্গটিকে পুরো গুড়িয়ে দিলো। ১৩ বলে একটি চার ও সাতটি ছক্কায় ৪৮ রানে অপরাজিত থেকে দলকে জেতান রাসেল।

কলকাতার জয় তুলে নিলো ৫ বল বাকি থাকতেই। ম্যান অফ দ্যা ম্যাচ হয়ে রাসেল বলেন, ’আসলে দলের প্রয়োজনে আমি এতটুকু করতে পেরে বেশ আনন্দিত। এই আসরে আরো চমক আছে আপনাদের জন্য’

Leave a Reply