সুনির্দিষ্ট কারণ দেখিয়ে আবেদন করলে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়টি ভেবে দেখবে সরকার। শনিবার দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জ বাহাদুরাদ এলাকায় থানা ভবন উদ্বোধন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
এর আগে, ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বেলা ১১টায় দেওয়ানগঞ্জে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী। বিকেল ৩টায় দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।
জামালপুর জেলা পুলিশ আয়োজিত ওই জনসভায় সভাপতিত্ব করবেন পুলিশ সুপার দেলোয়ার হোসেন। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন পুলিশের অতিরিক্তি আইজিপি (এডমিন অ্যান্ড অপস) মোখলেছুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মীর্জা আজম এমপি, সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, জামালপুর-২ এর সংসদ সদস্য ফরিদুল হক দুলাল, জামালপুর-৫ এর সংসদ সদস্য প্রকৌশলী মোফাজ্জফর হোসেন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক আহমদ কবীর, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহামেদ চৌধুরী।
