ব্রেকিং নিউজ

বিশ্বকাপে ওপেনিংয়ে তামিমের সঙ্গী দু’জন

আর মাত্র ৫৫ দিন।৩০ মে, ইংল্যান্ড এন্ড ওয়ালসে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশ আসর।সে লক্ষ্যে এখন থেকে অংশগ্রহনকারী দলগুলো নিজেদের ঝালিয়ে নিচ্ছেন।সবাইকে তাক লাগিয়ে ইতিমধ্যে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড।পিছিয়ে নেই বাংলাদেশও।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০ সদসস্যের তালিকা চূড়ান্ত করেছেন। সপ্তাহখানেক পরেই ২০ জন থেকে বাছাই করে ১৫ সদস্যের দল ঘোষণা করবে বাংলাদেশ।

বরাবরের ন্যায় ওপেনিং সমস্যায় ভুগছে বাংলাদেশ।তামিমের সাথে কেউ এসে থিতু হতে পারছে না।যা বাংলাদেশের জন্য বড় রকমের দুশ্চিন্তার কারণ।

আসন্ন ওয়ানডে বিশ্বকাপে তামিমের ওপেনিং সঙ্গীর দৌড়ে রয়েছেন লিটন কুমার দাস ও সৌম্য সরকার।তবে বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের পছন্দ সৌম্য সরকার।

এখন অপেক্ষ শেষ পর্যন্ত কে থাকেন তামিমের ওপেনিং সঙ্গী হিসেবে।

Leave a Reply