ব্রেকিং নিউজ

বিশ্বকাপে অঘটনের আরেক নাম বাংলাদেশ!

স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের জন্য প্রস্তুতি সেরে নিচ্ছে বাংলাদেশ দল। এদিকে বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন টুর্নামেন্টের উদ্বোধন করতে ঢাকায় অবস্থান করছে সাবেক ক্যারিবীয় ক্রিকেটার গর্ডন গ্রিনিজ। তার মতে, বিশ্বকাপের অঘটনের আরেক নাম বাংলাদেশ।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সাংবাদিকদের সাথে আলাপকালে এরকমই উক্তি করেছেন উইন্ডিজের এই সাবেক ক্রিকেটার। তিনি মনে করেন বিশ্বকাপে বাংলাদেশ অঘটন ঘটাতে পারে।

বিশ্বকাপে বাংলাদেশ দল প্রসঙ্গে গ্রিনিজ বলেন, ‘বাংলাদেশ ভালো খেললে অনেক বড় দলের বিপক্ষে অঘটন ঘটিয়ে দিতে পারে। কেননা একদিন তারা ভীষণ ভালো খেলে তো আরেক দিন মোটেও ভালো ক্রিকেট খেলে না।’

এছাড়া তিনি আরও বলেন, ‘পুরো টুর্নামেন্টে মনে হচ্ছে প্রতিটি দলই ভালো প্রতিদ্বন্দ্বিতা করবে শেষ চারে যেতে। একজন দর্শক হিসেবে বিনোদনদায়ী ম্যাচই দেখতে চাইব। হ্যাঁ, অবশ্যই দেখতে চাইব বাংলাদেশ ভালো করুক।’

Leave a Reply