বিশ্বকাপের আর বেশিদিন নেই। সপ্তাহ দুইয়ের মধ্যেই হতে পারে বাংলাদেশ দল ঘোষণা” ইতিমধ্যেই দল গুছিয়ে নিয়েছে নির্বাচকরা,, দলে বেশি হলে এক দুইটা পরিবর্তন থাকবে! এখন মূলত কথা হচ্ছে” বাংলাদেশ দলের তৃতীয় ওপেনার হিসেবে কে ধরবেন ইংল্যান্ডের বিমান: সৌম্য সরকারের ইতিমধ্যেই ইংল্যান্ড বিশ্বকাপে যাওয়া প্রায় নিশ্চিত।
এখন বিশ্বকাপের বিমানের উঠার লড়াই হবে” এনামুল হক বিজয় লিটন দাস ইমরুল কায়েসদের।
লিটন গেলো নিউজিল্যান্ড সফর থেকেই ব্যর্থ। এশিয়া কাপের ফাইনাল ছাড়া বলতে গেলে তার আর কোনো ভালো ইনিংস নেই…. চলতি ঢাকা প্রিমিয়ার লীগও তার ব্যাটে আসছে না রান! এই ফর্ম নিয়ে বিশ্বকাপে তিনি ডাক পাবেন কি পাবেন না সেটা সময়ই বলে দিবে: ফর্ম বিবেচনায় আমার যতটুকু মনেহয়“ লিটনকে বিশ্বকাপে না নেয়াই উত্তম কাজ হবে।
এনামুল হক বিজয় ঢাকা প্রিমিয়ার লিগে ছড়াচ্ছেন রান বন্যা! ইতিমধ্যেই তুলে নিয়েছে হ্যাট্রিক সেঞ্চুরি। পরপর তিন ম্যাচে সেঞ্চুরি করে বিশ্বকাপ দলে জায়গা করে নিতে, নির্বাচকদের নজরে আসলেন বিজয়” মাশরাফি বলেছেন ডিপিএলের পারফরম্যান্স বিবেচনা করে বিশ্বকাপ দল সাজানো হবে না: কিন্তু আমি মনে করি… বিজয়ের বর্তমান যেই ফর্মে আছে, বিশ্বকাপ দলে তাকে ঢুকানো যেতে পারে।
ইমরুল কায়েস ডিপিএলে এখনো তেমন জ্বলে উঠতে পারেনি। যতদূর শোনা যাচ্ছে বিশ্বকাপ দলে জায়গা হারাতে পারেন তিনি” কিন্তু নির্বাচকদের কাছে আমার অনুরোধ! বিশ্বকাপ দলে ইমরুলকে রাখুন” সে আস্থার প্রতিদান দিতে পারবে। অন্যদের থেকে তিনি ভালো করবেন এই বিশ্বাস আছে তার উপর” এশিয়া কাপে যেরকম দলের বিপর্যয় সামলিয়েছেন… সেভাবে বিশ্বকাপেও দলের হয়ে সুযোগ পেলে ভালো কিছু করবেন ইমরুল” পোস্ট লিখতে লিখতে টিভিতে দেখলাম, ইমরুল আজ ডিপিএলে সেঞ্চুরি মেরে দিয়েছে।
বিশ্বকাপে আমার মতে” তৃতীয় ওপেনার হিসেবে ইমরুলকে নেওয়া যেতে পারে।
