শ্রীলঙ্কান ক্রিকেটের টালমাটাল অবস্থা দীর্ঘদিন ধরে। আল-জাজিরা চ্যানেলের ফিক্সিংয় বিষয়ক অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ হবার পর থেকেই নরেচড়ে বসে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তাছাড়া ক্রিকেটে রাজনৈতিক হস্তক্ষেপের ফলে তাদের অবস্থা দাঁড়িয়েছে আরও নাজুক।
ফিক্সিং সম্পর্কে অনুসন্ধানে অসহযোগিতার অভিযোগে কিছুদিন আগে নিষিদ্ধ হয়েছেন সাবেক ক্রিকেটার সনাথ জয়াসুরিয়া। এবার ফিক্সিং কেলেঙ্কারিতে নিষিদ্ধ হলেন আরও এক ক্রিকেটার।
গত বছর সংযুক্ত আরব আমিরাতে টি-টেন লিগ খেলার সময় ফিক্সিংয়ের অভিযোগ ওঠে লঙ্কান ক্রিকেটার দিলহারা লুকুহেতিগেকের নামে। এই অভিযোগ পাওয়ার পর অনুসন্ধান চালায় আইসিসি। এবার এই পেসারকে নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে আইসিসি। বিবৃতিতে বলা হয়, ‘দিলহারা লুকুহেতিগের ওপর সাময়িক নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এছাড়াও আইসিসি কোড পেনডিং ডিটারমিনেশনের জন্য লুকুহেতিগের প্রোভিশনালি সাসপেনশন চার্জ দেওয়া হয়েছে।’
লুকুহেতিগেকে সাময়িক নিষিদ্ধ করা হয়েছে ক্রিকেট থেকে। লুকুহেতিগের বিরুদ্ধে আইসিসি অ্যান্টি-করাপশন কোড ভঙে চার্জ দেওয়া হয়েছে। আগামী ১৪ দিনের মধ্যে আত্মপক্ষ সমর্থনে তথ্য পেশ করতে পারবেন এই লঙ্কার ক্রিকেটার। সেটা না করলে বা নিজেকে নির্দোষ প্রমাণে ব্যর্থ হলে আজীবনও নিষিদ্ধ হতে পারেন তিনি।
