জুবায়ের আহমেদ, ক্রিকবল নিউজ: দীর্ঘদিন পর ঢাকা লীগে খেলছে বিকেএসপি, একজনেরও লিষ্ট এ, প্রথম শ্রেণী কিংবা টি২০ ক্রিকেট খেলার অভিজ্ঞতা না থাকার পরও ঢাকা লীগের টি২০ ফরম্যাট থেকে শুরু করে চলতি ওয়ানডে লীগেও ব্যাটে বলে নিজেদের প্রমাণ করে চলছে নিয়মিত, এ পর্যন্ত মাত্র ২টি জয় পেলেও বল হাতে দলটির তরুন বোলারদের সাফল্য নজর কেড়েছে সবার, ব্যাটসম্যানরা সেভাবে জ্বলে উঠতে না পারলেও বেশ কয়েকজন ব্যাটসম্যান ব্যক্তিগত সাফল্য পাচ্ছেন।
ব্যাটসম্যানদের ব্যর্থতার মাঝেই আজ ঢাকা লীগের ৫৪তম ম্যাচে ফতুল্লায় প্রাইম ব্যাংকের গড়া ২২২ রানের জবাবে তারকা পেসার আল আমিনের বোলিং তোপে পড়ে মাত্র ৫০ রানে অলআউট হয়েছে বিকেএসপি, ১১ ব্যাটসম্যানের মধ্যে দুই অংকের কোটা স্পর্শ করেছেন মাত্র পারভেজ হোসাইন ইমন, ৭ নাম্বারে ব্যাট করতে নেমে ১৫ রান করেন তিনি, ২০ রান দিয়ে ৫ উইকেট শিকার করে ম্যাচসেরা হন আল আমিন হোসাইন।
টসে জিতে ব্যাট করতে নামা প্রাইম ব্যাংকের হয়ে ৯২ রানের ইনিংস খেলেন ভারতীয় ব্যাটসম্যান অভিমন্যু ইশ্বরণ, ৭০ বলে ৫০ রান করেন রংপুর রাইডার্সের অলরাউন্ডার নাহিদুল ইসলাম, ওপেনার অধিনায়ক এনামুল হক বিজয় ২৩ রান করেন, বিকেএসপির হয়ে সুমন খান, নওশাদ ও হাসান মুরাদ ২টি করে উইকেট শিকার করেন।
প্রাইম ব্যাংককে মাত্র ২২২ রানে আটকে দিলেও তরুন ক্রিকেটারদের সমন্বয়ে গড়া বিকেএসপি, অভিজ্ঞ তারকা পেসার আল আমিনের বোলিং তোপে পড়ে ২২ ওভারে মাত্র ৫০ রানেই অলআউট হয়, যা বাংলাদেশের লিষ্ট এ ক্রিকেটের ইতিহাসে ৪র্থ সর্বনিম্ন রানে অলআউটের রেকর্ড, এর আগে ২০০২ সালে মাত্র ৩০ রানে অলআউট হয়েছিল চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ ২০০৪ সালে ৪১ ও ২০১৭ সালে ভিক্টোরিয়া মাত্র ৪৬ রানে অলআউট হয়েছিল।
