ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে আজকে মাঠে নামবে সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দ্রাবাদ। আজকের দিনের একমাত্র ম্যাচে তাদের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটাল।
আইপিএলে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। এই তিন ম্যাচের দুটিতে তারা জিতেছে। হেরেছে একটিতে। তবে এই তিন ম্যাচেই তাদের ওপেনিং জুটি ছিল দেখার মত। এই ওপেনিং জুটিতেই তারা পেয়ে যাচ্ছে জয়ের ভিত। আজ তাই সানরাইজার্সের ওপেনিং জুটিটাই দিল্লির সবচেয়ে বড় চ্যালেঞ্জ গুলোর একটি।
অন্যদিকে টুর্নামেন্টে এরই মধ্যে চারটি ম্যাচ খেলে ফেলেছে দিল্লি ক্যাপিটালস। ৪ ম্যাচে দুটি জিতেছে এবং দুটি হেরেছে তারা। সর্বশেষ ম্যাচেও তারা হেরেছে অবিশ্বাস্য ভাবে। শেষ ৮ রান করতে সাত উইকেট হারিয়ে হেরেছিল তারা। তাই এখান থেকে ঘুড়ে দাড়িয়ে আজ নিশ্চই জয় চাইবে দলটি।
হায়দ্রাবাদের একাদশঃ ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, কেন উইলিয়ামসন, বিজয় শংকর, মনীষ পান্ডে, ইউসুফ পাঠান, রশিদ খান, শাহবাজপুর নাদিম, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কল, খলিল আহমেদ।
