ব্রেকিং নিউজ

নাইট শিরিবে বড় দুঃসংবাদ, ছিটকে গেলেন টানা তিন ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালানো ক্রিকেটার

টানা দুই ম্যাচ জেতার পর খুব কাছে গিয়ে সুপার ওভারের দিল্লীর কাছে হেরে কিছুটা হতাশাই এখন নাইট শিবিরে৷ এমন অবস্হায় আরো একটি বড় দুঃসংবাদ পেলো কার্তিকের দল। কাঁধের চোটের ইনজুরির কারনে প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে। এমনকি এরপর সুম্হ না হয়ে উঠলে হয়ত ঠিকে যেতে পারেন এবারের আইপিএল থেকেই।

দ্বাদশ আইপিএলে শুরুটা স্বপ্নের হলেও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সুপার ওভারে থেমে গিয়েছে কেকেআর-এর জয়ের ধারা৷ শুক্রবার চিন্নাস্বামীতে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে জিতে গোলাপি শহরে পা-রাখতে চায় ডিকে অ্যান্ড কোং৷ কারণ সুপার সানডেয় জয়পুরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামবে কেকেআর।

রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে অবশ্য চোট সারিয়ে দলে ফিরতে পারেন নাইট স্পিনের সেরা অস্ত্র সুনীল নারিন। ইডেনে প্রথম দু’টি ম্যাচ খেললেও গত শনিবার কোটলায় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নামতে পারেননি নারিন৷ তবে টিম সুত্রের খবর, শুক্রবার বিরাটদের বিরুদ্ধে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে নামতে পারবেন নারিন।

নারিন সুস্থ হয়ে দলে ফিরলেও চিন্নাস্বামীতে চোটের জন্য নামতে পারছেন না আর এক ক্যারিবিয়ান রাসেল। প্রথম তিন ম্যাচেই ব্যাটে ঝড় তোলা রাসেল বাগিচা শহরেও তাঁর ব্যাটেই দিকেই তাকিয়ে ছিলেন কেকেআর ফ্যানেরা। প্রথম ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে ১৯ বলে ৪৯ এবং দ্বিতীয় ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ১৭ বলে ৪৮ এবং দিল্লির বিরুদ্ধে ২৮ বলে ৬২ রান করে প্রতিপক্ষ বোলারদের কাছে ত্রাস হয়ে উঠেছেন রাসেল। ইতোমধ্যেই তার ব্যাট থেকে এসেছে ১৫টি ছক্কা৷ শুধু ব্যাটিং তাণ্ডব নয়, বল হাতে তিন ম্যাচে নাইটদের এই ক্যারিবিয়ান অল-রাউন্ডার তুলে নিয়েছেন পাঁচটি উইকেট।

কিন্তু দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ফিল্ডিং করতে চোট পেয়ে আগামী বেশ কয়েকটি ম্যাচে অনিশ্চিত হয়ে পড়েন রাসেল৷ সোমবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন কেকেআর-এর প্রধান কোচ জাক ক্যালিস। রাসেলকে না-পাওয়াটা যে দলের জন্য বড় ক্ষতি তা জানাতে ভোলেননি নাইট কোচ। রাসেলের পরিবর্তে সম্ভবত বিরাটদের খেলতে দেখা যেতে পারে কার্লোস ব্রাথওয়েটকে।

Leave a Reply