ব্রেকিং নিউজ

আজ রাত পবিত্র শবে মিরাজ

হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, “রজবে এমন একটি দিন ও একটি রাত রয়েছে, যে ব্যক্তি ঐদিন রোজা রাখবে এবং রাত জেগে ইবাদত করবে, তবে সে যেন ১০০ বছরের রোজা রাখল এবং ১০০ বছরের রাত জেগে ইবাদত করলো, আর তা হচ্ছে রজবের ২৭ তারিখ।
.
আর যে ব্যক্তি এ রাতে দু’রাকায়াত করে মোট ১২ রাকায়াত নামায আদায় করে “সুবহানাল্লাহি ওয়ালহামদু লিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার” ১০০ বার, ইস্তিগফার ১০০ বার, অতঃপর ১০০ বার দুরুদ শরীফ পাঠ করবে, অতঃপর সকালে রোজা রাখবে। ওই ব্যক্তির (গুণাহের কাজের জন্য দু‘আ ব্যতীত)দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যানকর দু‘আই কবুল করা হবে।”
.
শোয়াবুল ঈমান ৫ম খন্ড ৩৪৫পৃঃ, কানযুল উম্মাল ১২/৩১২

Leave a Reply