ব্রেকিং নিউজ

কটিয়াদীতে ইভটিজিং করার দায়ে কিশোরের ৬মাসের কারাদন্ড

স্টাফ করেসপন্ডেন্টঃ কিশোরগঞ্জের কটিয়াদীতে দুই শিক্ষার্থীকে ইভটিজিং করার দায়ে এক কিশোরকে ছয় মাসের কারাদন্ড দিয়েছে ভাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলার চান্দপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে ইভটিজিংয়ের দায়ে এই সাজা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।

দন্ডিত কিশোর কিশোরগঞ্জের শোলাকিয়া আতকাপাড়া গ্রামের পিতা মো.আনিসুর রহমানের পুত্র সালমান (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন-চারদিন ধরে কিশোর সালমান ৭ম শ্রেণীর দুই শিক্ষার্থীকে রীতিমত ইভটিজিং করতো। সে রাজমিস্ত্রি কাজের জন্য কিশোরগঞ্জ থেকে কটিয়াদীতে এসেছে। মঙ্গলবার দুপুরে দুই শিক্ষার্থীকে ইভটিজিং করলে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে এসে ভাম্যমাণ আদালদের মাধ্যমে কিশোর সালমানকে ছয় মাসের কারাদন্ড দেয়
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিকুল ইসলামসহ আরো অনেকেই।

Leave a Reply