ব্যাট হাতে ঝড় তুলেই যাচ্ছেন ফরহাদ রেজা। ডিপিএল টি-টোয়েন্টি লীগে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সে দলকে চ্যাম্পিয়ন করার পর এবার ওয়ানডেতেও তুলেছেন ব্যাটিং ঝড়। আজ শেখ জামালের বিপক্ষে খেলতে নেমে মাত্র ১৮ বলে ফিফটি করে বাংলাদেশী হিসেবে সব চেয়ে কম বলে লিস্ট এ ক্রিকেটে অর্ধশতক করার রেকর্ড গড়ছেনে তিনি।
আজ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত ২৬ ওভারের ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে খেলতে নেমে এ রেকর্ড গড়েন ফরহাদ রেজা। শেষ পর্যন্ত ২০ বল খেলে ৫৬ রানে অপরাজিত থাকেন তিনি। তার ব্যাটেই ভর করে ২৬ ওভারে ৬ উইকেটে ২৩৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে প্রাইম দোলেশ্বর।
উল্লেখ্য, তার আগে বাংলাদেশের ব্যাটসম্যানরদের মধ্যে দ্রুততম ফিফটির রেকর্ডটি ছিল নাজমুল হোসেন মিলনের। ২০০৭ সালে জাতীয় লিগের একদিনের ম্যাচে ঢাকা বিভাগের হয়ে মাত্র ১৯ বলে খুলনা বিভাগের বিপক্ষে ফিফটির দেখা পেয়েছিলেন।