নিজস্ব প্রতিনিধিঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নাটোরের নলডাঙ্গা উপজেলার আমতলী উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরণী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ মার্চ ২০১৯ খ্রিঃ) বিকেলে আমতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফকরুদ্দিন ফুটুর সঞ্চালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক এস এম ফিরোজ। বিশেষ অতিথি নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুর রহমান ।
এসময় আরো উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ খালেদ মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ ফরহাদ হোসেন, বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোসাদ্দেকুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক আব্দুস সবুর সেলিম মাস্টার, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ মজিদ সরদার, সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন শাহ্, বিপ্রবেঘরিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য আবু বকর সিদ্দিক সাগর সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীদের অবিভাবক
ও শিক্ষানুরাগী বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।
সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ ফারুক হোসেন শাহ্। আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্নজীবনী বই সহ বিভিন্ন ধরনের পুরস্কার প্রদান করা হয়।