বছরের শুরুতে খুব একট ছন্দে না থাকলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৩০০ ছক্কা হাঁকানোর মাইলফলক গড়েছেন ক্রিস গেইল। শনিবার রাতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২৪ বলে ৪০ রানের ইনিংস খেলার পথে এই মাইলফলক পার করেছেন তিনি। আইপিএলে ১১৫টি ম্যাচে তার মোট ছক্কা এখন ৩০২টি। এমনিতেই আইপিএলের সর্বোচ্চ ছক্কার মালিক গেইল। চলতি মৌসুমে ঘরের মাঠ মোহালিতে নিজেদের প্রথম ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে ৩০০ ছক্কার কীর্তি গড়তে মাত্র ২টি ছক্কা প্রয়োজন ছিল।
ম্যাচ শুরুর আগে ১১৪ ম্যাচে গেইলের রান ৪১.৩৪ গড় ও ২৫টি ফিফটিসহ ৪০৯৩ রান। আইপিএলের চলতি আসরে দারুণ ফর্মে আছেন গেইল। এরইমধ্যে দুই ম্যাচ খেলে ১১৯ রান সংগ্রহ করেছেন, যার মধ্যে রাজস্তান রয়্যালসের বিপক্ষে তার ৭৯ রানের ইনিংসটি তাকে ম্যাচসেরার পুরস্কারও এনে দিয়েছে।
প্রথম ম্যাচের ইনিংসটি খেলার পথে আইপিএলে দ্রুততম সময়ে ৪ হাজার রানের মাইলফলক ছোঁয়ার ডেভিড ওয়ার্নারের রেকর্ডও ভেঙেছেন গেইল। এর আগে ১১৪ ম্যাচে এই কীর্তি গড়েছিলেন ওয়ার্নার। আর গেইলের লেগেছে ১১৩ ম্যাচ।
আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ছক্কার তালিকা-ঃ ১. ক্রিস গেইল ১১৪ ইনিংসে ৩০২ ছক্কা ২. এবি ডি ভিলিয়ার্স ১৩১ ইনিংসে ১৯২ ছক্কা ৩. মহেন্দ্র সিং ধোনি ১৫৯ ইনিংসে ১৮৭ ছক্কা ৪. সুরেশ রায়না ১৭৪ ইনিংসে ১৮৬ ছক্কা ৫. রোহিত শর্মা ১৭১ ইনিংসে ১৮৫ ছক্কা ।