ব্রেকিং নিউজ

মৃত্যুর মিছিলে ১৯, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের সঙ্গে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা একযোগে আগুন নেভাতে কাজ করেন। দীর্ঘ সাড়ে আট ঘণ্টা চেষ্টার পর আগুন শতভাগ নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর আগে এ দিন দুপুর ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়।

এ দিকে এ অগ্নিকাণ্ডের কারণ জানতে ইতোমধ্যে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং) সিদ্দিক মো. জুলফিকার আহমেদ।

অপরদিকে মর্মান্তিক এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর প্রকাশ করা হলেও বর্তমানে তা কমিয়ে ১৯ জনে আনা হয়েছে। আর কারণ হিসেবে বলা হয়, মরদেহ গণনার সময় অন্তত ছয়টি লাশকে পরপর দুইবার করে গোনা হয়েছিল। যা পরবর্তীতে সংশোধন করা হয়। মারাত্মক আহত অবস্থায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৭০ জন।

প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির শোক : মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতের ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। বৃহস্পতিবার রাতে এক শোক বার্তায় দুঃখ প্রকাশ করে নিহদের পরিবারের প্রতি সমবেদনা জানান তারা।

বনানীতে আগুন, পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী : অগ্নিকাণ্ডের ঘটনার শুরু থেকেই সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন তিনি। গণভবন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। একই সঙ্গে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন তিনি।

অগ্নিদগ্ধদের চিকিৎসা দিতে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ : ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের জরুরি চিকিৎসাসেবা দেওয়ার জন্য ঢাকার সকল সরকারি ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক তথ্য কর্মকর্তা গণ্যমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা সেবা দিতে রাজধানীর সকল সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোকে নির্দেশ দেয়া হয়েছে। সব খরচ সরকার বহন করবে।

Leave a Reply