ব্রেকিং নিউজ

মানবতা কি হারিয়ে যাচ্ছে? মিরাজের ক্ষোভ

বৃহস্পতিবার রাজধানীর বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যাতে ১৯ প্রাণহানী ছাড়াও বহু হতাহতের ঘটনা ঘটে।

এ ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। শুধু ক্ষোভ প্রকাশ করেছেন বললে ভুল হবে। উৎসুক জনতার কারণে উদ্ধারকাজ ব্যাহত হওয়ায় সমস্যা সৃষ্টিকারীদের একহাত নিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেইজ থেকে দেওয়া এক পোস্টের মাধ্যমে মিরাজ বলেন, ‘নিমতলী, রানা প্লাজা, চকবাজারের পর আরো একটি বড় দূর্ঘটনা বনানীর এফআর বিল্ডিংয়ের নিচে জনতার ভিড়ে ফায়ার সার্ভিস ইউনিট যেতে পারছে না ঠিকঠাক সময় মতো জায়গায়। দূর থেকে পানি দিতে হয়েছে।’

উদ্ধারকাজে সহায়তা না করে যারা মোবাইলে সরাসরি চিত্র ধারণ করার জন্য ভিড় জমাচ্ছেন তাদের সমালোচনা করে মিরাজ বলেন, ‘একদিকে আগুনে গ্লাস ভেঙে পড়ছে। ভেতরের মানুষগুলো বাঁচার আকুতি করে যাচ্ছেন। কেউ কেউ লাফ দেওয়ার চেষ্টা করছেন ৯ বা ১০ কিংবা ১১ তলা থেকে। আর অপর দিকে সবাই মোবাইল নিয়ে রেডি। কে কার থেকে ভালো অ্যাঙ্গেলে ফুটেজ নিতে পারে সেই প্রতিযোগিতা।’

মানবতা হারিয়ে যাচ্ছে কি না, এমন প্রশ্ন রেখে মিরাজ জানান, ‘যেখানে সবাই পানি নিয়ে সাহায্য করার কথা তারা সবাই দাঁড়িয়ে ভিডিও করছেন। দায়িত্বটা কি শুধুই প্রশাসন বা দায়িত্বরত বাহিনীদের, আমরা নাগরিক হিসেবে মানবতা কি হারিয়ে যাচ্ছে!’

Leave a Reply