ব্রেকিং নিউজ

ডি ভিলিয়ার্সের তাণ্ডবময় দিনে নায়ক মালিঙ্গা

ডি ভিলিয়ার্সের খেলা দেখবেন আর রোমাঞ্চতায় মেঘের দেশে ভাসবেন না তা কি করে হয়! ভাসতে আপনাকে হবেই হবে। কারণ প্রোটিয়া ‘থ্রি সিক্সটি ডিগ্রি’ খ্যাত হিরো মানেই একটু টক একটু ঝাল। আবার কখনো তিনি ঝাঁঝালো। তার ঝাঁঝ এতটাই অম্ল যে কখনো-সখনো ঝলসে যায় প্রতিপক্ষ বোলাররা।

আজও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তম ম্যাচে নিজেকে দানবীয় আকারে রুপ দিলেন ডি ভিলিয়ার্স। চেন্নাস্বামী স্টেডিয়ামে মুম্বাইয়ের বোলারদের তুলোধুনো করে প্রথমে ৩২ বলে তুলে নেন অর্ধশতক। আর ইনিংসের শেষ পর্যন্ত থেকে খেলেন অপরাজিত ৬৭ রান। দুঃখের ব্যাপার হলো, তার এমন ঝোড়ো ইনিংসের পরও জয়ের দেখা পায়নি ব্যাঙ্গালুরু। উল্টো নায়ক বনে গেছেন লাসিথ মালিঙ্গা।

চেন্নাস্বামীর আজকের ম্যাচটিতে শেষ ওভারে ব্যাঙ্গালুরের প্রয়োজন ছিল ১৭ রান। তখনই বিশ্বস্ত মালিঙ্গার হাতে বল তুলে দেন মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা। দুঃখের বিষয় হচ্ছে ওভারের প্রথম বলেই ছক্কা খেয়ে বসেন তিনি। তবে দ্বিতীয় বল থেকেই কারিশমা শুরু হয় তার। দ্বিতীয় বলে দেন ইয়র্কর। তারপরও একবার জায়গা পরিবর্তন করতে সক্ষম হন ডুবে।

অনস্ট্রাইকে পাঠাতে সক্ষম হন ডি ভিলিয়ার্সকে। প্রোটিয়া তারকাকে ওভারের তৃতীয় বলে ফের ইয়র্কর ছুঁড়েন মালিঙ্গা। তখন ভিলিয়ার্স বাধ্য হয়ে জায়গা পরিবর্তন করেন। আর ডুবে গিয়েও একই কাজ করেন। পঞ্চম বলে ফের তৃতীয় বারে মতো ইয়র্কর ছুঁড়েন মালিঙ্গা। তা রুখতে গিয়ে রীতিমত বেসামাল হয়ে পড়েন ডি ভিলিয়ার্স। আর শেষ পর্যন্ত ছয় রানে জয় তুলে নেয় মুম্বাই।

প্রসঙ্গত, ম্যাচটিতে মালিঙ্গা ৩ ওভারে ৩৭ রান খরচ করলেও দলের জয়ে সবচেয়ে বড় ভূমিকা ছিল তার।

Leave a Reply