ব্রেকিং নিউজ

শুভ জন্মদিন ইমরান তাহির

১৯৭৯ সালের ২৭ শে মার্চ পাকিস্তানের লাহোরে জন্মগ্রহন করেন তিনি।

ক্রিকেটে ট্রেডমার্ক সেলিব্রেশনের লিস্টটা খুব বেশি বড় না হলেও নেহাৎ ছোট নয়,উইকেট/শতকের পর অনেক ক্রিকেটারই তাদের নিজস্ব ট্রেডমার্ক সেলিব্রেশনটা করে থাকে। ইমরান তাহিরের নামটা শুনলেই তেমনি চোখের সামনে ভেসে উঠে উইকেট নেওয়ার পর মুখে চওড়া হাসি নিয়ে প্রায় অর্ধেক মাঠ দৌড়ে উদযাপনের চিত্র।কার কেমন লাগে জানিনা,ক্রিকেটার তাহির এবং তার সেলিব্রেশনটা আমার পছন্দের তালিকার একটা।

পাকিস্থানের হয়ে বয়সভিত্তিক এবং ‘এ’ দলের হয়ে খেলেছেন।এরপরের গল্পটা খুব একটা সুখকর না হওয়ায় কাউন্টি খেলতে পাড়ি জমান ইংল্যান্ডে,সেখানে একাধিক মৌসুম খেলার পর আফ্রিকার হয়ে খেলার স্বপ্নে সেখানে শুরু করেন স্থায়ীভাবে বসবাস।

আফ্রিকার হয়ে ২০১১ সালে ক্যারিবিয়ানদের বিপক্ষে অভিষেকের পরের গল্পটা তো সবার ই জানা।স্পিন মায়াজালে কুপোকাত করেছেন ব্যাটসম্যানদের,প্রোটিয়া ক্রিকেটের অনেক রেকর্ডের হয়েছেন সাক্ষী।

ধারাবাহিক ভালো পারফরম্যান্সে ২০১৫ সালে ১ম বারের মতো উঠে আসেন আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে শীর্ষ বোলারের পজিশনে।ওয়ানডেতে প্রোটিয়াদের সেরা বোলিং ফিগার এই লেগীর,টি-টোয়েন্টিতেও আছেন ৩য় স্থানে।টেস্টে ব্যাটসম্যানরা বোলারদের এ্যাটাক করে খেলার চেষ্ঠা কম করে,বোলিং ভ্যারিয়েশনে অন্য দুই ফরম্যাটে দলের অন্যতম সেরা বোলিং অস্ত্র হলেও এই ফরম্যাটে সে তুলনায় অনেকটাই সাদামাটা।

২০১৮ সালের ৩রা অক্টোবর তিনি ওয়ানডেতে হ্যাটট্রিক করেন ৩৯ বছর বয়সে। দক্ষিন আফ্রিকার হয়ে ওয়ানডেতে সবচেয়ে কম ম্যাচ খেলে নেন ১০০ উইকেট।

টেস্টে ২০ ম্যাচে ৩৭ টি,ওয়ানডেতে ৯৭ ম্যাচে ১৬২ টি,টিটুয়েন্টিতে ৩৮ ম্যাচে ৬৩ টি উইকেট নেন এই স্পিনার।

বিশ্বকাপের পরই ক্রিকেট থেকে অবসরে যাবেন তিনি। আজ তাহিরের ৪০ তম জন্মদিন। শুভ জন্মদিন ইমরান তাহির।

Leave a Reply