ডিপিএলে টানা তিন ম্যাচে তিনটি সেঞ্চুরি হাঁকান বাংলাদেশের সম্ভনাময় ব্যাটসম্যান এনামুল হক বিজয়। আজ ডিপিএলে শক্তিশালী দল আবাহনী বিপক্ষে এমন কীর্তি করেন ওপেনার এনামুল হক বিজয়। আবাহনী দলে এক ঝাঁক জাতীয় দলের প্লেয়ার। এবারের ডিপিএলে জাতীয় দলের প্লেয়ারে ভরা আবাহনী। এই আবাহনীর বোলারকে কোনো পাত্তা দেননি এনামুল হক বিজয়।
টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নামেন এনামুল হক বিজয় ও জাকির হাসান। দারুন খেলতে থাকে তারা দুই জন্য। জাকির হাসান ১৮ রানে আউট হয়ে গেলে ও গত ম্যাচের মত প্রাইম ব্যাংকের হয়ে শত রানের পার্টনারশিপ গড়ে তুলে বিজয় ও আভিমান্যু।
এবারের ডিপিএলে জাতীয় দলের প্লেয়ারে ভরা আবাহনী। এই আবাহনীর বোলারকে কোনো পাত্তা দেননি এনামুল হক বিজয়। আভিমান্যু ৮৫ রানে আউট হয়ে গেলে ও বিজয়ের ব্যাট থামে নাই।