ব্রেকিং নিউজ

এবার নতুন ইনিংস শুরু করছেন মুস্তাফিজ!

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের বিয়ের ধুম চলছে বলাই যায়। তাসকিন আহমেদ, আবু হায়দার রনি’র পর সাব্বির রহমান হয়ে এবার মুস্তাফিজুর রহমানের পালা! নিজে কিছু স্বীকার না করলেও বিশ্বস্ত সুত্র জানিয়েছে, কাটার মাস্টার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আগামী শুক্রবার অর্থাৎ ২২ মার্চ।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে গত ১৫ ফেব্রুয়ারি মসজিদে সন্ত্রাসী হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়া বাংলাদেশি ক্রিকেটারদের একজন মুস্তাফিজুর রহমান। সেদিন ওই ঘটনা না ঘটলে এখনো নিউজিল্যান্ডেই থাকার কথা তিনিসহ পুরো দলের।

ক্রাইস্টচার্চ ঘটনার পর সারারাত ঘুমোতে না পারাদের একজন মুস্তাফিজ। বিমানবন্দরে তার ক্লান্ত মলিন মুখই বলে দিচ্ছিলো কতটা শঙ্কিত ছিলেন তিনি। ভাগ্যক্রমে বেঁচে দেশে ফিরেছেন গত বুধবারই (১৭ মার্চ), ক্রাইস্টচার্চ দুঃস্বপ্নে বিভোর টিম বাংলাদেশের জন্য স্বস্তির খবর, ঘটনার রেশ কাটিয়ে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান।

অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলা ডট নেটের সুত্র মতে মুস্তাফিজের বিয়ের ব্যাপারটা নিশ্চিতই, জানিয়েছেন মুস্তাফিজের ঘনিষ্ঠ মাধ্যম। শুধু বিয়ের তারিখই নয়, দিয়েছে এ সংক্রান্ত কিছু তথ্যও। মুস্তাফিজের বিয়ের পাত্রী থাকেন ঢাকাতে, পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে। দুজনের মধ্যে আত্মীয়তার সম্পর্কও রয়েছে বলে জানায় বিশেষ সুত্রটি।

মুস্তাফিজের সাথে যোগাযোগ করলে এই বিষয়ে এখনি কিছু বলতে চাননি তিন, শুধু জানান বেশ কদিন গ্রামের বাড়িতেই থাকবেন। পারিবারিক কিছু কাজে তাকে সাতক্ষীরাতেই থাকতে হচ্ছে। এদিকে বিশ্বস্ত সুত্রটি নিশ্চিত করেছে বৃহস্পতিবার (২১ মার্চ) কনে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দিয়ে ঢাকা ছাড়বেন। সুত্রটি আরও জানায় পাত্রীর নামের শুরু ‘শ’ দিয়ে।

প্রসঙ্গত, ২৩ বছর বয়সী বাঁহাতি এই পেসার বাংলাদেশের হয়ে খেলছেন ২০১৫ সাল থেকে। শুরু থেকেই নিজের বোলিং প্রতিভা দিয়ে চিনিয়েছেন নিজের জাত, পরিচিত হয়েছেন কাটার স্পেশালিস্ট হয়ে। সাতক্ষীরা থেকে উঠে আসা বাংলাদেশের পেস বোলিং অ্যাটাকের অন্যতম অস্ত্র মুস্তাফিজের ঝুলিতে জমা আছে সর্বমোট ১৫৩ টি আন্তর্জাতিক উইকেট।——-cricket 97

Leave a Reply