১৯৯২ বিশ্বকাপে সর্বপ্রথম জার্সিতে নাম এবং নম্বরের প্রথা চালু করেছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। সেই থেকেই ওয়ানডে জার্সিতে প্রতিটি ক্রিকেটারের নাম এবং নম্বার প্রথা চালু হয়। সেবার ওয়ানডেতে চালু হলেও টেস্ট ক্রিকেটে এই প্রথা এখনও চালু হয়নি। তবে এবার সেটা চালু হচ্ছে।
১৮৭৭ সাল থেকে টেস্ট ক্রিকেট খেললও এবারই প্রথম টেস্ট ক্রিকেটের জার্সিতে নাম এবং নম্বরের প্রথা চালু হচ্ছে। ১৪২ বছরের সেই রীতিই এবার পাল্টে দিতে যাচ্ছে আরেক ক্রিকেটিয় ঐতিহ্য অ্যাশেজ।
আগামী ১ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মর্যাদার লড়াই অ্যাশেজ সিরিজ। আর এতেই নাম ও নম্বর সম্বলিত জার্সি পরে খেলতে নামতে পারেন দুই দলের ক্রিকেটাররা। আর এমনটা হলে ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট জার্সিতে থাকবে নাম ও নম্বর।